আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও আলোচনা সভা ২৮ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে। জিটিএফসি স্কুলের কলমা ও জিনজিরা ক্যাম্পাস যৌথভাবে এ আয়োজন করে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক উত্তরা মডেল কলেজের প্রভাষক মো. মিজানুর রহমান খান।
শিশু-কিশোরদের রোল মডেল হযরত মুহাম্মদ সা.- শীর্ষক আলোচনায় অংশ নেন তিনি।
স্কুলের সভাপতি ও জিটিএফসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. বাকীবিল্লাহ , ফাউন্ডেশনের মহাসচিব ও জিনজিরা ক্যাম্পাসের পরিচালক শরীফ হুসাইন, ফাউন্ডেশনের ট্রেজারার ও স্কুলের প্রিন্সিপাল মো. নাজমুল হাসানসহ শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।