বাংলাদেশের চলমান বন্যা পরিস্থিতিতে হাজার হাজার মানুষ গৃহহীন ও অসহায় হয়ে পড়েছেন। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াতে জিটিএফসি স্কুল উদ্যোগ নিয়েছে সাহায্য সংগ্রহের। আমরা সবাই একসঙ্গে কাজ করলে এই বিপদগ্রস্ত মানুষদের ভোগান্তি কিছুটা হলেও কমানো সম্ভব।
আপনার অনুদানে যা করা হবে:
খাদ্য সামগ্রী, ওষুধ ও অর্থ সহায়তা
দানের স্থান:
>> জিটিএফসি স্কুল প্রাঙ্গণ
অনুদান গ্রহণের সময়:
>> অফিস সময়ে
যোগাযোগ:
০১৯৪৮-২২৬০৬৯, ০১৯৪৮-২২৬০৭০
অনুদান পাঠানো যাবে বিকাশ/নগদ/রকেটেও।
বিকাশ নম্বর : ০১৯৪৮-২২৬০৬৯, ০১৯৪৮-২২৬০৭০
রকেট/নগদ : ০১৯১১-৮৯৫৯৬৮
রেফারেন্স হিসেবে flood লিখবেন।
আসুন, মানবতার সেবায় এগিয়ে আসি। আপনার ছোট্ট অনুদানও পারে কারও জীবন রক্ষা করতে।
আল্লাহ আমাদের সবাইকে দানের তৌফিক দান করুন।