জিটিএফসি স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

২০২৩ সালের পরীক্ষায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তিপ্রাপ্ত, ২০২১ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় A+ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা ৭ নভেম্বর রোজ বৃহস্পতিবার ইলমুন নাজাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জিটিএফসি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জনাব মো. নাজমুল হাসানের সভাপতিত্বে শরীফ হুসাইনের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশুশিক্ষা ও ব্যক্তিগত উন্নয়ন প্রশিক্ষক, লেখক ও উদ্যোক্তা এবং জিটিএফসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. বাকী বিল্লাহ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান  ডা. মো. হাসান আলী (অধ্যক্ষ, গোল্ডেন চাইল্ড গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ), কেন্দ্রীয় কমিটির মহাসচিব  ইস্কান্দার আলী হাওলাদার (অধ্যক্ষ, ফাইভ স্টার প্রি- ক্যাডেট  অ্যান্ড হাই স্কুল), মো. লুৎফর রহমান খান; সহ-সভাপতি, বিকেএ, সাভার (অধ্যক্ষ, সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল), এম এ রোহিত কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত শিক্ষাসচিব ( প্রধান শিক্ষক, স্যান্ডার্ড পাইলট স্কুল), মো. তাইজুল ইসলাম খান সেক্রেটারি, বিকেএ, সাভার (প্রধান শিক্ষক, লিটল স্টার প্রি- ক্যাডেট হাই স্কুল), মো. ইস্রাফিল খোকন, শিক্ষা সম্পাদক, বিকেএ, সাভার ( প্রধান শিক্ষক, আইডিয়াল কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল) প্রমুখ।

২০২৩ শিক্ষাবর্ষে জিটিএফসি স্কুল অ্যান্ড কলেজ থেকে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৯ জন, A গ্রেডে ৫ জন এবং সাধারণ গ্রেডে ১৩ জন বৃত্তি পেয়েছিল। এছাড়া দ্য স্টুডেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় দুই শিক্ষার্থী বৃত্তি পায়।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাদেরকেও সংবর্ধনা দেয়া হয়। তাদের মধ্যে- মো. আব্দুল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে, ফরিদা আক্তার ফারজানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগে, জোবেদা আফরিন জেরিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে, মো. আতিকুর রহমান বঙ্গবন্ধু মেরিটাইম ল’ ইউনিভার্সিটি, ফারিহা মাহজাবীন ঊর্মি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে, আল শাহরিয়ার ফায়সাল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে  চান্স পেয়ে শিক্ষা জীবন চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Scroll to Top