প্রধান শিক্ষকের কথা

বিশ্বমানের আদর্শ প্রতিষ্ঠান হবে জিটিএফসি

নাজমুল হাসান“নেতৃত্বের জন্য শিক্ষা”-এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে জিটিএফসি স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান দক্ষতা প্রদান করে দক্ষ জনশক্তি এবং সক্রিয় সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ প্রতিষ্ঠানটি এক দশক পেরিয়ে শিক্ষার্থীদের যাবতীয় চাহিদা পূরণ করে চলেছে এবং সর্ব শ্রেণির মানুষের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে এলাকায় সুনাম কুড়িয়েছে।
মানসম্মত স্কুলের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে দক্ষ পরিচালনা পর্ষদ এবং একদল উদ্যমী শিক্ষক-শিক্ষিকা। তাদেরকে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের প্রতিষ্ঠান উত্তরোত্তর সাফল্যর দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের বিশ্বাস অভিভাবকসহ সকলের সহযোগিতায় জিটিএফসি স্কুল অ্যান্ড কলেজ– একদিন বিশ্বমানের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতিলাভে সক্ষম হবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সহায় হোন।

মো: নাজমুল হাসান
প্রধান শিক্ষক
জিটিএফসি স্কুল অ্যান্ড কলেজ

Scroll to Top